আসালামু আলাইকুম, আমার অ্যাপ্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বছর ঘুরে আবারও রজমান আমাদের দরোজায় কড়া নাড়ছে। নবীজির হিজরতের তৃতীয় বর্ষে রমজানের রোজা ফরজ হওয়ায় আল্লাহর রাসূল ও তার সাহাবিদের জীবনে আমাদের মতো এত বেশি রমজানের রোজা ও ইবাদতের সুযোগ আসেনি। কিন্তু যে ক'টি রমজান তারা পেয়েছেন, সেগুলোর সদ্ব্যবহার করে তারা সফলকাম হয়েছেন। তাদের মতো সফলতা পেতে এবং রমজান ও সিয়াম সাধনাকে সার্থক করতে হলে পরিকল্পিত প্রয়াস চালাতে হবে। ঈমানদারের আমল ও ইবাদতের মৌসুম হলো মাহে রমজানুল মোবারক। অন্য সময়ের ইবাদতের ঘাটতি পুষিয়ে নেয়ার সর্বোত্তম সময় এটি। আর সেজন্য এ মাসে অন্য সাধারণ আমলের ধারা অব্যাহত রাখার পাশাপাশি রমজানের বিশেষ আমল বা কর্মসূচিগুলোর প্রতি যত্নবান হতে হবে। আর এই মাহে রমজানের কিছু গুরুত্বপূর্ন আমল নিয়ে তৈরি করা আমাদের এই অ্যাপ। এখানে মাহে রমজানের ভিভিন্ন আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোন কোন আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আর্জন করা যাবে তা উল্লেখ্য করা হয়েছে। আশা করছি এই অ্যাপটি আপনার আমল বাড়াতে অনেক কাজে লাগবে। আমাদের অ্যাপটি কেমন লাগল তা আমাদের মেইলের মাধ্যমে জানাতে পারেন। আমাদের মেইল করুন [email protected]। এছাড়া, আপনার ভাল লাগা মন্দ লাগা বিষয়গুলো আমাদের রিভিউর মাধ্যমে জানান। অ্যাপের কোন তথ্যে ভুল থাকলে উপযুক্ত দলিল সহ আমাদের মেইল করুন। আমরা আমাদের এই অ্যাপের পরবর্তী ভার্সনে তা আপডেট করে দিব।